Forex (ফরেক্স ট্রেডিং), MTFE (এআই ট্রেডিং) AI Trading কি
Forex (ফরেক্স ট্রেডিং), MTFE (এআই ট্রেডিং) AI Trading কি
ফরেক্স ট্রেডিংঃ ফরেক্স ট্রেডিং এর ফরেক্স মানে হলো ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) যার মানে দাঁড়ায় বৈদেশিক মুদ্রার লেনদেন। অর্থাৎ একদম সহজ ভাষায় বিদেশী মুদ্রার আদানপ্রদানকেই ফরেক্স ট্রেডিং হিসেবে গণ্য করা হয়। ফরেন এক্সচেঞ্জ FX ও ফরেক্স নামেও পরিচিত। ২০১৯ সালের এপ্রিল মাসের হিসাবে বিশ্বব্যাপী প্রতিদিন ৬.৬ট্রিলিয়ন ফরেন এক্সচেঞ্জ সেটেলমেন্ট করা হয়। ফরেক্স মার্কেট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফাইন্যানসিয়াল মার্কেট।
কমার্স, ট্রেডিং বা ট্যুরিজম এর মত জনপ্রিয় সেক্টরগুলোতে এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রায় পরিণত করার ব্যাপারটি দারুণভাবে যুক্ত বলে ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স এতো জনপ্রিয়।
চলুন আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া যাক ফরেক্স ট্রেডিং এর কাজ সম্পর্কে। ধরুন, ‘ক’ থাকেন আমেরিকাতে। সেক্ষেত্রে তিনি যদি ফ্রান্স থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করুন, সেক্ষেত্রে তাকে ইউরোতে পে করতে হবে। কিন্তু তার মুদ্রা কিন্তু মার্কিন ডলার। সেক্ষেত্রে সে তার কাছে থাকা ডলারকে ইউরোর সমান মুদ্রায় পরিণত করার সিদ্ধান্ত নিতে পারেন ফরেক্স ট্রেডিং এর সাহায্যে।
আবার পিরামিড দেখতে মিশরে যাওয়া ফ্রান্সের মানুষ টিকিটের পেমেন্ট তার দেশের মুদ্রার মাধ্যমে করতে পারবেনা। সেক্ষেত্রে ফ্রান্সের দর্শনার্থীকে তার কাছে থাকা ইউরোকে মিশরীয় পাউন্ডে রুপান্তর করে ব্যবহার করতে হবে। এগুলো খুবই সরল উদাহরণ।
ফরেক্স মার্কেট এর সবচেয়ে সেরা সুবিধা হলো ফরেন এক্সচেঞ্জের জন্য কোনো কেন্দ্রীয় মার্কেটপ্লেসের প্রয়োজন পড়েনা। ফরেন এক্সচেঞ্জ ইলেকট্রনিক্যালি পরিচালিত হয়, ওভার দ্যা কাউন্টার (ওটিসি) এর মাধ্যমে।
যেহেতু ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স ট্রেডিং এর জন্য কোনো কেন্দ্রীয় মার্কেটপ্লেসের লাগে না, তাই এই মার্কেট সপ্তাহের ৫দিন (+ আরো অর্ধদিবস), ২৪ঘন্টাই খোলা থাকে। তবে টাইমজোনের কারণে ফরেক্স ট্রেডিং মার্কেটে উঠানামা দেখা যায়। যেমনঃ যুক্তরাষ্ট্রে যখন ট্রেডিং মার্কেট বন্ধ হয়, টোকিও ও হংকংয়ে তখন ওইদিনের ট্রেডিং মার্কেট শুরু হয়। যার মানে হলো ফরেক্স ট্রেডিং মার্কেট যেকোনো সময়ে সক্রিয় হয়। এবং মুদ্রার দামের ক্রমাগত পরিবর্তনের সম্ভাবনা সবসময়ই থাকে। (রেফারেন্সঃ বাংলাটেক)
MTFE কি?: MTFE এর পূর্ণ রূপ হল Metaverse Foreign Exchange Group যারা বিভিন্ন ফরেক্স, সূচক, কমোডিটি, স্টক এবং ক্রিপ্টো মার্কেটের একটি ট্রেডিং ব্রোকার! এরা AI বা Artificial Intelligence এর মাধ্যমে ট্রেডিং-এর সুবিধা দিয়ে থাকে যারা মেন্যুয়াল ট্রেড করতে পারেন না। তাদের এই Platform-এ ট্রেড করতে কোনো ট্রেডিং জ্ঞান লাগেনা। শুধু AI Button অন অফের মাধ্যমে ট্রেড করা যায়। তাদের MTFE অ্যাপটি প্লেস্টোরে বা এপ স্টোরে বিনামূল্যে পাওয়া যায়।
এখানে নতুনদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, এআই ট্রেডিং ইত্যাদি কি এবং MTFE এর ভবিষ্যৎ কি এবং এই নিয়ে আমার মতামত কি। চলুন প্রশ্নগুলোর উত্তর জেনে আসি।
এআই ট্রেডিংঃ AI trading এর মাধ্যমে ট্রেডিং করা হয় যেখানে কম্পিউটার প্রোগ্রাম স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ফাইনেন্সিয়াল বিষয়ক তথ্য বিশ্লেষণ করে সুপারিশকৃত সুযোগ-সুবিধার তালিকা, মূল্য, পরিস্থিতি, বিনিময়ের ইতিহাস, বিভিন্ন সাংবাদিক প্রকাশনা, ফান্ডামেন্টাল এনালাইসিস, কোম্পানির পরিস্থিতি ইত্যাদি বিশ্লেষণ করে ট্রেডিং সিদ্ধান্ত নেয়। AI trading এর মাধ্যমে স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি করা হয়। এই সিস্টেমে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে ট্রেডিং করে লাভ অর্জন করে। AI ট্রেডিং একটি স্বয়ংক্রিয় পদ্ধতি যা ব্যবহার করে ট্রেডারদের সময়, শ্রম, এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। এটি মানসিক ভূমিকা নিয়ে কাজ করে এবং মার্কেট নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক এলগরিদম, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক ইত্যাদি ব্যবহার করে ট্রেডিং নির্ধারণ করতে পারে।
Test